স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে আশাবাদী বিএনপি

|

সাধারণত সভা করতে বাধা নেই, তবে যারা সভার বিষয়ে অনুমতি দেয় তাদের সাথে কথা বলে ২৯ মার্চ বিএনপির সমাবেশের বিষয়ে জানাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রীর সাথে বৈঠক শেষে এমন কথা জানান বিএনপি নেতৃবৃন্দ।

সোমবার সমাবেশের অনুমতি নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের সাথে সাক্ষাৎ করেন বিএনপির ৩ নেতা নজরুল ইসলাম খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। দুপুরে বৈঠক শেষে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, সমাবেশে অনুমতির বিষয়ে বিএনপি আশাবাদী। ডিএমপির কাছ থেকে অনুমতি না পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন তারা।

এসময়, বিএনপি’র নারী কর্মীদের ধরপাকড়ের বিষয়ে আলোচনায় সভায় উদ্বেগ জানানো হয়েছে বলেও জানান নজরুল ইসলাম খান। এদিকে, সমাবেশে অনুমতি দেয়ার এখতিয়ার ডিএমপির বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিনা অপরাধে কাউকে গ্রেফতার করা হয়নি বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি এবং ১২ ও ১৯ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। তিনবারই পুলিশের অনুমতি না মেলায় কর্মসূচি স্থগিত করতে হয়েছিল।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply