অবশেষে শুরু হয়েছে ঢাকা টেস্টের ৪র্থ দিনের খেলা

|

ছবি: সংগৃহীত

বৃষ্টির দাপট শেষে অবশেষে শুরু হয়েছে ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা। পুরো দিনে হতে পারে অন্তত ৮৬ ওভার। শেষ খবর পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২০৯ রান।

২ উইকেটে ১৮৮ রান নিয়ে পাকিস্তান দিন শুরু করে। ৫২ রান নিয়ে আজহার আলী ও ৭১ রানে বাবর আজম শুরু করেন খেলা। তবে ৫৬ রানে আজহারকে ফেরত পাঠান এবাদত এবং ৭২ রানে খালেদ আহমেদের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পরেন বাবর আজম।

এর আগে ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে রোববার থেকেই ঢাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। রোববার মধ্যাহ্ন বিরতির পর টেস্টের দ্বিতীয় দিনে মাত্র ৬ ওভার ২ বল খেলা হওয়ার পর আবার বৃষ্টি শুরু হলে বন্ধ হয়ে যায় খেলা। এরপর টানা বৃষ্টির কারণে তৃতীয় দিনে মাঠে গড়ায়নি একটি বলও। তবে আজ সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়লেও সময়ের সাথে সাথে তা কমতে থাকে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply