সৌদি আরবে হুতিদের মিসাইল হামলায় বাংলাদেশের নিন্দা

|

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও সীমান্তবর্তী শহরে হুতি বিদ্রোহীদের মিসাইল হামলা ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, হুতি বিদ্রোহীদের এমন একতরফা কার্যকলাপের ঘোর বিরোধী বাংলাদেশ। এমন তৎপরতা উস্কানীমূলক এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি ও নিরাপত্তাকে দীর্ঘমেয়াদে ঝুঁকিতে ফেলবে।

বাংলাদেশ বিশ্বাস করে সৌদি আরব সরকার ও দেশটির জনগনের যে কোন রকমের নিরাপত্তা হুমকি থেকে নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করে এমন সব তৎপরতা মোকাবেলায় সৌদি সরকার ও জনগণের পাশে রয়েছে বাংলাদেশ।

রোববার রাতে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদ ও সীমান্তবর্তী নাজরান ও জিজান শহরে বেশ কয়েকটি মিসাইল হামলা চালায়। সৌদি সেনাবাহিনীর দেয়া তথ্য মতে, ৭টি মিসাইল আকাশেই ধ্বংস করা সম্ভব হয়।

তবে একটি মিসাইল রিয়াদের মাটিতে আঘাত করে। আশপাশের কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এক বাড়ির ছাদ ধসে বেশি ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় নিহত হন এক মিশরীয় নাগরিক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply