মোদির বিরুদ্ধে কোটি ভোটারের তথ্য চুরির অভিযোগ

|

ভারতে প্রচলিত ‘নমো অ্যাপস’-এর মাধ্যমে কোটি কোটি ভোটারের তথ্য চুরি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি- নতুনভাবে এ অভিযোগ তুলেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

তার অভিযোগ, এই অ্যাপস ব্যবহারকারীদের তথ্যচুরির মাধ্যমে নিজস্ব ডাটাবেজ তৈরী করছে বিজেপি সরকার। বিভিন্ন নির্বাচনে সেসব কাজে লাগানো হয়। পরামর্শক প্রতিষ্ঠান- ক্যামব্রিজ অ্যানালিটিকা ভারতের নির্বাচনে প্রভাব বিস্তার করেছে; সম্প্রতি এ তথ্য প্রকাশের পরই এলো রাহুলের অভিযোগ।

অবশ্য, কংগ্রেসের দাবিকে উড়িয়ে দিয়েছে ক্ষমতাসীনরা। বিজেপি মুখপাত্র শম্ভিত পাত্র জানান, প্রযুক্তির দিক থেকে রাহুল আদতে অশিক্ষিত। একারনেই, নমো অ্যাপসের কার্যকারিতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply