তুরস্কের পার্লামেন্টে হাতাহাতি

|

ছবি: সংগৃহীত।

বাজেট বিতর্ককে কেন্দ্র করে তুরস্কের পার্লামেন্টে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। ক্ষমতাসীন রিসেপ তাইয়েপ এরদোগানের দল জাস্টিস এন্ড ডেভলপমেন্ট পার্টির সাথে বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির মধ্যে বিরোধের জেরে এই হাতাহাতি।

বুধবার (৮ ডিসেম্বর) রাতে অধিবেশন চলাকালীন এই হাতাহাতি হয়। এ সময় দুই পক্ষই একে অপরকে কিল ঘুষি মারতে থাকেন।

মূলত, বিরোধী দলের এক নেতা সরকারী দলের মন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তোলেন। এরপরই শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে চেয়ার থেকে উঠে গিয়ে হট্টগোল করেন বেশ কয়েকজন। অন্যদের হস্তক্ষেপে কয়েক মিনিট পর শান্ত হয় পরিস্থিতি।

আরও পড়ুন: পর্যটকদের ওপর কড়াকড়ি আরোপ করলো ব্রাজিল

দেশটিতে মূদ্রাস্ফীতি, ডলারের বিপরীতে স্থানীয় মূদ্রা লিরার দাম কমে যাওয়ায় সেখানে দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী। এর জেরে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply