যুক্তরাষ্ট্রে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ৪০ বছরে সর্বোচ্চ

|

যুক্তরাষ্ট্রে গত ৪০ বছরের মধ্যে দ্রব্যমূল্য এখন সর্বোচ্চ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য করোনা মহামারিকে দায়ী করছে মার্কিন শ্রম বিভাগ।

দেশটির শ্রম বিভাগ বলছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ প্রায় সব ধরনের জিনিসপত্রের দাম বেড়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ভোক্তা মূল্য সূচক বেড়েছে ৬ দশমিক ৮ শতাংশ। যা ১৯৮২ সালের জুনের পর সর্বোচ্চ।

সবচেয়ে বেশি দাম বেড়েছে পেট্রোলের মূল্য। এই জ্বালানিটির মূল্য বৃদ্ধির হার ৬ দশমিক ১ শতাংশ। এরপরই বেড়েছে ব্যবহৃত গাড়ি, বাড়ি ভাড়া এবং খাবারের দাম।

আরও পড়ুন : তুরস্কের পার্লামেন্টে হাতাহাতি

মুদ্রাস্ফীতি সামাল দিতে এরইমধ্যে উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশেষ তহবিল গঠন করে সমস্যাটি মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে বলে মার্কি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply