মার্কিন নাগরিক না হয়েও ভোট দিতে পারবে অভিবাসীরা

|

ছবি: সংগৃহীত

মার্কিন নাগরিক না হলেও নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে ভোট দিতে পারবেন অভিবাসীরা। গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি বিল পাস করেছে কর্তৃপক্ষ।

বিল পাসের আগে সাংবাদিকদের সামনে কথা বলছেন সিটি কাউন্সিল প্রধান ইয়ানিস রদ্রিগেজ। ছবি: সংগৃহীত

পাস হওয়া বিলটিতে বলা হয়, যারা পরিবারের সাথে শিশুকালে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন এবং গ্রিন কার্ড রয়েছে তারা ভোট দিতে পারবেন। তবে কমপক্ষে নিউইয়র্কে ৩০ দিন থাকার প্রমাণ দেখাতে হবে। তবে অভিবাসীরা পার্লামেন্ট নির্বাচনে ভোট দিতে পারবেন কি না তা বিলটিতে এখনও নিশ্চিত করা হয়নি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ৪০ বছরে সর্বোচ্চ

এদিন ৩৩-১৪ ভোটে পাস হয় আলোচিত এই বিল। তথ্য বলছে, শহরটিতে কমপক্ষে ৮ লাখ ভোটার রয়েছে, যারা এই সুবিধার আওতায় ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply