‘বিশ্বজনমত বাংলাদেশ ও নির্যাতিত রোহিঙ্গাদের পক্ষে’

|

‘রোহিঙ্গারা মিয়ানমারেরই নাগরিক। তাদের ওপর নিপীড়ন-নির্যাতন অগ্রহণযোগ্য’ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, রোহিঙ্গা নিয়ে সংকটের সমাধান মিয়ানমারকেই করতে হবে। গোটা পৃথিবীই বাংলাদেশ ও নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষে বলে মন্তব্য করেন তিনি।

বিকালে বিদেশি কূটনীতিকদের রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি নিয়ে বাংলাদেশের সরকারের পদক্ষেপ ও পরিকল্পনার কথা তুলে ধরার পর সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়- অস্ট্রেলিয়া, কানাডা ও ইইউভুক্ত বিভিন্ন দেশ এবং আরবভুক্ত দেশের কূটনীতিকদের কাছে সরকারের নেয়া নানা উদ্যোগের নানা তথ্য তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এ এইচ মাহমুদ আলী জানান, আগেই থেকেই ছিল ৪ লাখ রোহিঙ্গা বাংলাদেশে ছিল। ২৫ আগস্টের সহিংসতার পর আরও ৩ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে এসেছে।

মন্ত্রী বলেন, কূটনীতিকরা সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। মিয়ানমার আন্তর্জাতিক চাপ অনুভব করছে বলেই, রোহিঙ্গা আসার সংখ্যা কমে এসেছে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply