করোনার টিকাদানের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে না আফ্রিকা: ডব্লিউএইচএও

|

ছবি: সংগৃহীত।

২০২৪ সালের দ্বিতীয়ার্ধের আগে ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য পূরণ করতে পারবে না আফ্রিকার দেশগুলো। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এমন আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচএও)।

ডব্লিউএইচও’র আফ্রিকা বিষয়ক পরিচালক জানান, ধনী দেশগুলো যেখানে বুস্টার ডোজ নিয়ে তড়িঘড়ি করছে, সেখানে আফ্রিকার ৮ শতাংশেরও কম মানুষ এসেছে দুই ডোজ টিকার আওতায়।

আফ্রিকায় কেবল দু’টি দেশ ৭০ শতাংশ ভ্যাকসিনেশনের লক্ষ্য পূরণ করেছে। ৫৩টি দেশে দুই ডোজ টিকা পেয়েছে জনসংখ্যার ২ শতাংশের কম মানুষ। এখনকার গতিতে চললে ২০২৪ সালের আগস্টের শেষে মহাদেশটির ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply