ইঞ্জিনিয়ারিং বিস্ময়: সমুদ্রের ওপর চীনের ৫৪ কি.মি. দীর্ঘ সেতু

|

ইংঞ্জিনিয়ারিং ক্ষেত্রে নানা মেগা প্রজেক্টের মাধ্যমে বিশ্বকে তাক লাগিয়ে দেয়া চীনের জন্য নতুন কিছু নয়। তবে সমুদ্রের ওপর নির্মিত ৫৪ কিলোমিটার দীর্ঘ সেতুকে অনেকেই ‘ইংঞ্জিনিয়ারিং বিস্ময়’ বলেই অনেকে অভিহিত করছেন।

চীনের মূল ভূখণ্ডের সাথে হংকং ও ম্যাকাও দ্বীপকে যুক্ত করতে গত প্রায় নয় বছর ধরে চলা সেতুটির নির্মাণ কাজ শেষ হয়েছে। বিশ্বের সবচেয়ে দীর্ঘ এই সেতু নির্মাণে যে পরিমাণ স্টিল ব্যবহার করা হয়েছে তা দিয়ে ৬০টি আইফেল টাওয়ার নির্মাণ করা সম্ভব হতো!

ভারতের এনডিটিভি জানিয়েছে, সেতুটি উদ্বোধনের আগে বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকদেরকে সম্প্রতি ব্রিজটি পরিদর্শনের জন্য নিয়ে গিয়েছিল চীন সরকার। তবে কর্তৃপক্ষ স্পষ্ট করে জানায়নি, কবে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

 

কর্তকর্তারা জানিয়েছেন, ৪ লাখ ২০ হাজার টন স্টিল দিয়ে তৈরি সেতুটি আগামী অন্তত ১২০ বছর কর্মক্ষম থাকবে। ১৫ বিলিয়ন মার্কিন ডলার খরচ করে নির্মিত মেগাপ্রজেক্টটির দ্বারা মূলত অর্ধ-স্বায়ত্বশাসিত হংকংয়ের ওপর আরও নিয়ন্ত্রণ আরও বৃদ্ধির প্রকল্প হিসেবে মনে করছেন অনেকে। সেতুটির কিছু ছবি এখানে দেয়া হল-

 

সমুদ্রের ওপর নির্মিত সেতুটির আশপাশে বেশ কয়েকটি কৃত্রিম দ্বীপও তৈরি করা হয়েছে।

সোজা…

নির্মাণ কাজ চলাকালীন…

নির্মাণ কাজ চলাকালীন…

উদ্বোধনের জন্য প্রস্তুত বিশ্বের সবচেয়ে দীর্ঘ সেতু…

অনানুষ্ঠানিকভাবে গাড়ি চলা ইতোমধ্যে শুরু হয়েছে

 

আঁকাবাকা সেতুতে চলছে শেষ মুহূর্তের কিছু কাজ

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply