গিনেস বুকে বাংলাদেশি ‘কয়েন গার্ল’

|

নুসরাত জাহান নিপা

মাত্র ৬০ সেকেন্ডে একহাত ব্যবহার করে ৭১টি কয়েন সাজানো, শুনতে সহজ মনে হলেও কাজটি কিন্তু সহজ নয়। এটি করেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছেন বরিশালের নুসরাত জাহান নিপা।

ছোটবেলা থেকে অন্য সবার চেয়ে নীপার শখ কিছুটা আলাদা। তাই পৃথিবীর মঞ্চে বরিশালের মেয়েটির নাম উচ্চারিত হলো কিছুটা ভিন্নভাবে। করোনা মহামারিতে লকডাউনের সময় ইউটিউব দেখে শুরু হয় নতুন শখ। আন্তর্জাতিকভাবে যা ‘কয়েন স্ট্রাকড ইন টু এ টাওয়ার’ নামে স্বীকৃত। আর বাংলাদেশে তা পরিচিত ‘কয়েন দিয়ে কলা গাছ তৈরী’ নামে।

এর আগে এক মিনিটে একহাতে সবথেকে বেশি কয়েন সাজানোর রেকর্ড ছিলো ইতালির সিলভিও সাবার। ৬৯টি কয়েন সাজিয়েছিলেন তিনি। ইতালীয় ওই যুবকের গড়া রেকর্ড পাঁচ বছর পর ভেঙে দিলেন বাঙালি কন্যা। তিনি সাজিয়ে দেখালেন ৭১টি কয়েন।

গিনেস রেকর্ডধারী নুসরাত জাহান নিপা জানান, দীর্ঘ অনুশীলন শেষে আগস্টে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কাছে রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ করে আবেদন করেন কয়েন গার্ল। গিনেস কর্তৃপক্ষের সাড়া পাওয়ার পর মিনিটে একহাত ব্যবহার করে একটির ওপর আরেকটি কয়েন সাজিয়ে সিলভিও এর রেকর্ড ভেঙে দেখান রূপা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply