খেলার মাঠে হার্ট অ্যাটাকে প্রাণ গেল ফুটবলারের

|

মুখালেদ আল রাকাদির। ছবি: সংগৃহীত

খেলার মাঠে হার্ট অ্যাটাকে প্রাণ গেল এক ফুটবলারের। ওমান ফুটবল লিগে ম্যাচ শুরুর আগ মুহূর্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুখালেদ আল রাকাদির।

মাসকাট এফসি ও আল-সুয়াইক এফসি’র ষষ্ঠ রাউন্ডের খেলা শুরুর আগে গা গরম করতে মাঠে নামে ফুটবলাররা। তখনই অসুস্থ বোধ করেন ২৯ বছর বয়সী এই ফুটবলার। দ্রুত হাসপাতালে নেয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি মুখালেদকে।

চলতি মৌসুমটা ভালো যাচ্ছিল না মাসকাট এফসি’র। ক্লাবের দুরবস্থা কাটানোর জন্য দলে ভেড়ানো হয়েছিল এই ডিফেন্ডারকে। একটি বিবৃতিতে মাসকাট এফসি জানিয়েছে, কান্না বিজড়িত কণ্ঠে সৃষ্টিকর্তার ইচ্ছেকে মেনে নিচ্ছি আমরা। আল রাকাদির শোকসন্তপ্ত পরিবারের প্রতি ক্লাব জানাচ্ছে সমবেদনা।

আরও পড়ুন: হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন পেলে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply