ছবিতে দেখুন রোনালদো-বেকহামদের বড়দিন

|

ছবি: সংগৃহীত

বড়দিনের আমেজে ভাসছে ফুটবলাররা। করোনার প্রভাবে বড়দিনের ম্যাচগুলো স্থগিত হয়ে যাওয়ায় পরিবারের সাথে সময় কাটাচ্ছেন ফুটবলাররা। বড়দিনের কটানো মুহুর্তগুলো শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সাবেক ফুটবলার প্যাটরিস এভরা বড়দিনের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন সবার সাথে। আগমনী ভবিষ্যতের জন্য জানিয়েছেন শুভ কামনা। কিংবদন্তি ফুটবলার ডেভিড ব্যাকহাম সান্টা টুপি আর কফি হাতে পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ডেভিড বেকহাম ও প্যাটরিস এভরা।
পরিবারের সবাইকে নিয়ে বড়দিন উদযাপন করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
দুই কন্যা আর স্ত্রীর সাথে বড়দিন উদযাপন করছেন লেভানডভস্কি।
পরিবারে সাথে বড়দিন উদযাপন করছেন লুইস সুয়ারেজ।
ক্রিসমাস লাইটে স্ত্রীর সাথে সাদাকালো ছবি শেয়ার করেছেন কাকা।
পর্তুগিজ ফুটবলার দিয়াগো জটা দারুণ সময় কাটাচ্ছেন স্ত্রী ও সন্তানের সাথে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply