ম্যাচ চলাকালীন হার্ট অ্যাটাক করে মারা গেছেন আলজেরিয়ার সুফিয়ান লুকার নামে এক ফুটবলার। মাঠে নিজ দলের গোলরক্ষকের সাথে ধাক্কায় আহত হন সুফিয়ান। পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
আলজেরিয়ার এক টুর্নামেন্টে মুখোমুখি হয় সুফিয়ানের মৌলুদিয়া সাইদা ও এএসএম ওরান ক্লাব। ২৮ বছর বয়সী সুফিয়ান নেতৃত্ব দিচ্ছিলেন মৌলুদিয়াকে। প্রথমার্ধের খেলা চলাকালীন মাঝ মাঠ থেকে গোলরক্ষকের দিকে ছুটে যাচ্ছিলেন সুফিয়ান। তখন গোলরক্ষকের সাথে শারীরিক সংঘর্ষ হয় সুফিয়ানের। প্রাথমিক চিকিৎসা নেয়ার পর আবার খেলতে শুরু করেন তিনি। কিন্তু ১০ মিনিট যেতে না যেতেই লুটিয়ে পড়েন মাঠে। সুফিয়ানকে হাসপাতালে নেয়ার আগেই মারা যান তিনি।
ড্রেসিংরুমের ভিডিও দেখুন এখানে
সংবাদ সংস্থা এপিএস জানায়, সুফিয়ানের মৃত্যুসংবাদ এসে পৌঁছালে কান্নায় ভেঙে পড়ে দুই খেলোয়াড়েরা। তারা এরপর ম্যাচটি বাতিল ঘোষণা করেন।
আরও পড়ুন: ‘পঞ্চপাণ্ডবের কোনো অর্জন নেই, দেশকে তারা ট্রফি দিতে পারেনি’
/এম ই
Leave a reply