সাপ নিয়ে মিউজিক ভিডিওর শ্যুটিং করতে গিয়েছিলেন মায়েতা। এমন সময় সাপ হঠাৎ কামড়ে দেয় গায়িকাকে। জে-জেস লেবেল রক ন্যাশন খ্যাত গায়িকা মায়েতা নিজেই কামড় খাওয়ার ভিডিও তার ভ্যারিফাইড ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদন জানায় এমন খবর।
ভিডিওতে দেখা গেছে, ২১ বছর বয়সী ওই গায়িকা কালো একটি পোশাক পরে মেঝেতে শুয়ে আছেন। তার শরীরের ওপর কালো রঙের একটি সাপ নড়ছে। একটু পর একজন তার শরীরে একটি সাদা রঙের সাপ ছেড়ে দেয়। ঠিক সেই মুহূর্তে কালো সাপটি তার মুখের কাছে এসে থুতনিতে কামড়ে দেয়। পরে অবশ্য তিনি সাপটিকে সরিয়ে দেন।
ভিডিওটি ইনস্টাগ্রামে দিয়ে তিনি লিখেছেন, আপনাদের জন্য ভিডিও বানাতে আমাকে এসবের ভেতর দিয়ে যেতে হয়।
/এডব্লিউ
Leave a reply