ঋণ জালিয়াতির মাধ্যমে সোনালী ব্যাংকের ১ কোটি ৪২ লাখ টাকা আত্মসাতের দায়ে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ ১১ জনকে তিন থেকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ রায় দেন। রায়ে তিন বছরের কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন, ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবির, উপ-ব্যবস্থাপনা পরিচালক মাইনুল হক, মহা-ব্যবস্থাপক মীর মহিদুর রহমান ও ননী গোপাল নাথ, উপ-মহাব্যবস্থাপক শেখ আলতাফ হোসেন ও সফিজ উদ্দিন আহমেদ, সহকারী মহাব্যবস্থাপক সাইফুল হাসান ও কামরুল হোসেন খান। অন্যদিকে ৮ বছরের কারাদণ্ড পেয়েছেন ডিএন স্পোর্টসের চেয়ারম্যান মোতাহার উদ্দিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক সফিকুর রহমান ও পরিচালক ফাহমিদা আক্তার।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে হুমায়ুন কবির, সফিকুর রহমান, সাইফুল হাসান ও ননী গোপাল পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
প্রসঙ্গত, সোনালী ব্যাংকের অর্থ আত্মসাতের দায়ে দুদক ২০১৩ সালের ১ জানুয়ারি এ মামলা করে।
/এডব্লিউ
Leave a reply