ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় বাসাবাড়িতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে নতুন করে বৈধ গ্যাস সংযোগ প্রদানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের ঘাটুরাস্থ বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষে সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত এ কর্মসূচির আয়োজন করেন।
নারী নেত্রী তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়া প্রগতিশীল জোটের আহ্বায়ক নজরুল ইসলাম, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, জেলা যুব মহিলা লীগের সহসভাপতি তাহমিনা আক্তার পান্না ও ইউপি সদস্য মহসিন খন্দকারসহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সারাদেশে সরবরাহ হচ্ছে। অথচ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নিরবিচ্ছিন্ন গ্যাস পাচ্ছে না। দিনের বেশিরভাগ সময় গ্যাসের চাপ থাকছে না। এছাড়া দীর্ঘদিন ধরে বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ প্রদান বন্ধ রয়েছে। এতে করে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে নারীদের। এজন্য দ্রুত সময়ের মধ্যে বাসাবাড়িতে নিরবিচ্ছন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।
আরও পড়ুন: পাঙ্গাসের এলাকা টাঙ্গাইলের আটিয়া গ্রাম
পাশাপাশি সকল অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে নতুন করে বাসাবাড়িতে বৈধ গ্যাস সংযোগ প্রদানেরও দাবি জানানো হয়। দাবি মানা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।
পরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন নারীরা। মিছিলটি বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কার্যালয়ের সামনে থেকে বের হয়ে ঘাটুরা বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে জ্বালানী প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হয়।
এসজেড/
Leave a reply