ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের ছাতক উপজেলায় দাদিকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নাতির বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলাজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ওই নারী উপজেলার নোয়ারাই ইউনিয়নের বারোকাপন গ্রামের মৃত চান্দা আলীর স্ত্রী তাছলিমা বেগম (৭০)।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে উপজেলার নোয়ারাই ইউপির বারোকাপন গ্রামে পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর রাতে হাসপাতালে মৃত্যু হয় তাছলিমা বেগমের।
জানা যায়, উপজেলার বারোকাপন গ্রামে পারিবারিক বিরোধ নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলছিলো দীর্ঘ দিন ধরেই। মঙ্গলবার বিকালে দাদি তাছলিমা বেগমকে (৭০) ডেকে নিয়ে মধ্যযুগীয় কায়দায় একই গ্রামের বোরহান উদ্দিনের ছেলে হৃদয় আহমদ (২৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে তাকে ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ছাতক থানার ওসি (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্ত চলছে। অভিযুক্তের মাকে গ্রেফতার দেখানো হয়েছে, পলাতক হৃদয়কে গ্রেফতারের চেষ্টা চলছে।
/এসএইচ
Leave a reply