রায় শুনে বিচারকের দিকে জুতা ছুড়ে মারলেন ক্ষুব্ধ ব্যক্তি

|

রায় শুনে শিশু ধর্ষণ ও হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সুজিত নামের এক ব্যক্তি বিচারকের দিকে জুতা ছুড়ে মেরেছেন। তবে জুতাটি বিচারকের গায়ে না লেগে সাক্ষীর কাটারায় গিয়ে পড়ে। ভারতের গুজরাট প্রদেশের সুরাটে এই ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনটিতে বলা হয়, পাঁচ বছরের এক শিশুকে অপহরণের পর হত্যার দায়ে আদালত দোষী ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন বুধবার (২৯ ডিসেম্বর)। বুধবার নারী ও যৌন নিপীড়ন বিরোধী আদালতের বিচারক পিএস কালা রায় এ ঘোষণা করেন। এরপর ক্ষুব্ধ হয়ে তিনি বিচারকের দিকে জুতা ছুড়ে মারেন।

প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করেন সুজিত।

আদালত সূত্রে জানা যায়, শিশুটিকে একা পেয়ে সুজিত তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে অপহরণ করেন। এরপর একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

ওই ঘটনায় মামলা দায়েরের পর আদালত ২৬ জন সাক্ষীর সাক্ষ্য এবং ৫৩টি ডকুমেন্টারি পর্যবেক্ষণ করে বিচার কাজ শেষ করেন।

এমএন/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply