ছবি: সংগৃহীত
লিওনেল মেসির সাথে আবারও বার্সেলোনায় খেলার আশা প্রকাশ করেছেন দানি আলভেস। আর্জেন্টাইন তারকার বার্সা ছেড়ে যাওয়াটা ক্লাবের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন এই ডিফেন্ডার।
ফুটবল এস্পানায় প্রকাশিত এক সাক্ষাৎকারে এই রাইট ব্যাক বলেন, ফুটবল আমাকে শিখিয়েছে যে, নতুন ক্লাবে গেলে সেখানে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। এটা সবার জন্যই প্রযোজ্য, তা আপনি যতোই প্রতিভাবান হন না কেন। মেসির জন্যও এটা ঘটছে। কারণ, পিএসজিতে সে নতুন এবং জীবনের সবচেয়ে প্রিয় ক্লাব ছেড়ে গেছে সে। তবে একই কথা বার্সার জন্যও সত্যি। ক্লাব ইতিহাসের সেরা খেলোয়াড়কে হারিয়ে বার্সাও ধুঁকছে। মেসির সাথে আবার এখানে খেলার আশা আমি করি। সেটা যখনই ঘটুক না কেন, দারুণ হবে ব্যাপারটা।
আরও পড়ুন: ‘এমন সন্ধ্যার পরিকল্পনা ছিল না’, লিফটে ১ ঘণ্টা আটকা স্মিথ
২০০৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলে ২৩টি শিরোপা জয়ই নয়, সর্বজয়ী সেই দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেও কাতালান রূপকথার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন আলভেস। এরপর য়্যুভেন্টাস, পিএসজি ও সাও পাওলো হয়ে আবারও লা লিগার দ্বিতীয় সর্বোচ্চ চ্যাম্পিয়ন দলটিতে এ বছর প্রত্যাবর্তন হয় তার। তবে এখনই প্রতিযোগিতামূলক খেলায় অংশ নিতে পারছেন না আলভেস। এদিকে মেসির সাথে আবারও জুটি বেধে প্রিয় ক্লাবকে শিরোপা উপহার দিতে মরিয়া এই রাইট ব্যাক।
আরও পড়ুন: ২০২১ এ কে সেরা, মেসি না রোনালদো?
Leave a reply