তালেবান নেতারা।
পুরুষদের দাড়ি রাখার সুপারিশ করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়নি।- বলে জানিয়েছে তালেবানের অন্তর্বর্তী সরকারের নীতিনৈতিকতা ও পাপ প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয়। খবর খামা নিউজের।
শুক্রবার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে ইসলামিক আমিরাতের নীতিনৈতিকতা ও পাপ প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে এ তথ্য জানানো হয়েছে।
নিজেদের অফিসিয়াল টুইটার পোস্টে নীতিনৈতিকতা ও পাপ প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তালেবান দাড়ি রাখার জন্য কাউকে জোর করেনি। কেউ দাড়ি রাখবে কি না সেটা তার তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার।
সেপ্টেম্বরে কয়েকটি প্রদেশের সরকার দাড়ি কামানো ও ছাঁটার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপের পর দেশে ও বিদেশে ব্যাপক সমালোচনার সৃষ্টির পরই নতুন এ নির্দেশনা জারি করল তালেবান।
এছাড়াও, সম্প্রতি ঘনিষ্ঠ পুরুষ সঙ্গী ছাড়া নারীদের ভ্রমণে যে নিধেষাজ্ঞা আরোপ করেছে তালেবান। এমনকি পুরুষ সঙ্গী না থাকলে স্বল্প দূরত্বে যাওয়ার ক্ষেত্রেও নারীদের গণপরিবহণ ব্যবহার করতে দেয়া হবে না বলে জানিয়েছে তালেবান। এছাড়া হিজাব ছাড়া কোনো নারীকে গাড়িতে উঠতে দেয়া হবে না বলেও জানানো হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে।
উল্লেখ্য, দেশটির নারী মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নীতিনৈতিকতা ও পাপ প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয় গড়ে তোলে তালেবান। জনগণের আচার-আচরণ কেমন হবে সে সংক্রান্ত নির্দেশনা দেয়াই এ মন্ত্রণালয়ের কাজ।
/এসএইচ
Leave a reply