‘কখনো কখনো অধিনায়ক তৈরি করতে হয়’

|

তামিম ইকবাল। ফাইল ছবি।

মাশরাফী-তামিমদের শেষে পরবর্তী অধিনায়ক কে? এমন প্রশ্নে তামিম ইকবাল বলেছেন, কখনো কখনো অধিনায়ক তৈরি করতে হয়। সেটা করতে কতটা প্রস্তুত বোর্ড, সেই প্রশ্নও তুলেছেন তিনি। সেই সাথে ক্যারিয়ার, পঞ্চপাণ্ডব, ট্রফি, অবসর নিয়ে তামিম ইকবাল খোলামেলা কথা বলেছেন যমুনা টিভির জৈষ্ঠ্য প্রতিবেদক তাহমিদ অমিতের সাথে। তিন পর্বের ধারাবাহিকের শেষটি প্রকাশিত হলো আজ।

আরও পড়ুন: ইমরুলকে কেন চেয়েছেন দলে, খোলাসা করলেন তামিম

তামিম ইকবালদের কোনো ডেপুটি নেই। তারা ক্রিকেট ছাড়লে দলের দায়িত্ব কে নেবে? এমন প্রশ্নের জবাবেই তামিম বলেন, কখনো কখনো অধিনায়ক তৈরিও করতে হয়। যেমন ধরুন, গ্রায়েম স্মিথের কথা। তিনি কিন্তু মাত্র ১৯ বছর বয়সে অধিনায়কত্ব পেয়েছিলেন। তারপর প্রথম ৩-৪ বছরে বলার মতো সাফল্য পাননি তিনি। কিন্তু তাকে সময় দেয়া হয়েছিল। দক্ষিণ আফ্রিকা তাকে গ্রেট ক্যাপ্টেন বানিয়েছে। তাছাড়া দলের সেরা ক্রিকেটারই যে ভালো অধিনায়ক হবেন, সেটাও নয়।

আরও পড়ুন: ‘পঞ্চপাণ্ডবের কোনো অর্জন নেই’, সালাউদ্দিনের মন্তব্য নিয়ে যা বললেন তামিম

সৌম্য, লিটন, মিঠুন, নাজমুল শান্ত- এই চার ক্রিকেটার বেশ কিছুদিন ধরেই ক্রিকেট খেলছেন। তারা যদি পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারতেন তবে সিনিয়র ক্রিকেটারদের কাজ সহজ হতো কিনা, এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, যাদের নাম বললেন তারা সবাই আমার চোখে দুর্দান্ত ক্রিকেটার। এখন থেকে সামনের পাঁচ বছরের দিকে তাকালে বলা যায়, এই চারজনের পারফরমেন্সের গ্রাফ যদি ঊর্ধ্বমূখী হয় তবে, এরচেয়ে ভালো আর কিছুই হতে পারে না। ওরা এখন সবাই বেশ অভিজ্ঞ। প্রায় ৪-৫ বছর ধরে ক্রিকেট খেলছে তারা। ৩০-৪০ টা ম্যাচও খেলে ফেলেছে ওরা। এখান থেকে যদি তাদের পারফরমেন্স যদি আরও ভালো হতে থাকে, তবে এরচেয়ে ভালো আর কী হতে পারে!

আরও পড়ুন: যমুনার মুখোমুখি তামিম, জাতীয় দলের হয়ে খেলতে চান আরও ৩/৪ বছর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply