বিশ্বকাপ ফুটবলের বছর ২০২২। ছবি: সংগৃহীত
২০২২ সালের বিশ্ব ক্রীড়াঙ্গন থাকবে মহাব্যস্ত। বহুল আলোচিত-সমালোচিত কাতার বিশ্বকাপের বছর। বাংলাদেশ ক্রিকেট দলের জন্যও দম ফেলার সুযোগ নেই এ বছর। সুতরাং, বাংলাদেশের ফুটবল ও ক্রিকেট দর্শকদের জন্যও আকাঙ্ক্ষিত এক বছর ২০২২।
২০২২ সালটা ক্রীড়াঙ্গনের ব্লগবাস্টার ইভেন্টে ভরপুর। এই বছরেই কাতারে বসবে বিশ্বকাপ ফুটবল। এছাড়া এ বছরই আছে জনপ্রিয় টি-টোয়েন্টি বিশ্ব আসর’সহ যুব ও নারী বিশ্বকাপ। আর বাংলাদেশ ক্রিকেট দলের থাকছে না দম ফেলবার সময় । বছরের প্রথম দিনেই নিউজিল্যান্ডের সাথে টেস্ট দিয়ে শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের খুবই ব্যস্ত এক বছরের।

নিউজিল্যান্ড থেকে ফিরেই ২০ জানুয়ারি দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জৌলুসপূর্ণ আসর বিপিএলে মাতবে ক্রিকেটাররা। বিপিএল শেষ হতেই ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে থাকছে ঘরের মাঠে ৩ ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
মার্চে পূর্নাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ পাড়ি জমাবে দক্ষিণ আফ্রিকায়। জুন-জুলাই-আগস্ট এই তিন মাসে দুই টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে উইন্ডিজ ও জিম্বাবুয়ে সফর করবে বাংলাদেশ।
এরপর আয়ারল্যান্ডের সাথে সিরিজ খেলে বাংলাদেশ দল যাবে অস্ট্রেলিয়া। ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের উন্মাদনায় মাতবে ক্রিকেট বিশ্ব। এরপরই বাংলাদেশ সফরে আসবে টিম ইন্ডিয়া। তবে সফরের সূচী এখনও চূড়ান্ত হয়নি।
তবে গ্লোবাল ইভেন্টের সবচেয়ে বড় আসর, ফিফা ওয়ার্ল্ড কাপ আছে এই বছরে। প্রথা ভেঙে এবারই প্রথম নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ আয়োজন করবে কাতার।
এছাড়াও ১৪ জানুয়ারিতে উইন্ডিজে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন থাকছে বাংলাদেশের। মার্চে নিউজিল্যান্ডে বসবে নারী বিশ্বকাপের আসর, প্রথমবার যে ইভেন্টে অংশ নেবে বাংলাদেশের মেয়েরা।
এছাড়াও উইন্টার অলিম্পিক, ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ, নারী ইউরো, আফ্রিকান নেশন্স কাপের মতো ইভেন্ট আছে ২০২২ সালে। এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগ, টেনিসের গ্রান্ডস্লামের মতো নিয়মিত মেগা আসরগুলো তো থাকছেই। তবে এই সব ইভেন্ট মাঠে গড়ানোর পথে বাধা হতে পারে ওমিক্রন, ডেল্টার মতো নতুন পুরনো করোনার যত সব ভ্যারিয়েন্ট।
Leave a reply