নতুন বছরে মহামারি অবসানের আশাবাদ ডব্লিউএইচও প্রধানের

|

ছবি: সংগৃহীত

ইংরেজি নতুন বছর ২০২২ সালকে স্বাগত জানিয়ে দেয়া এক বাণীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম মহামারি অবসানের আশাবাদ ব্যক্ত করেছেন। খবর সিএনএনের।

আধানম বলেছেন, মহামারির অবসান ঘটাতে যে সকল সরঞ্জাম প্রয়োজন, তা বিশ্বের আছে। আশাবাদের কথা বললেও সতর্কতার কথা উচ্চারণ করতে ভুলেননি ডব্লিউএইচও প্রধান। তিনি বলেছেন, বৈষম্য যত দীর্ঘ হবে, মহামারি তত বিলম্বিত হবে।

তিনি বলেন, করোনাভাইরাস মহামারির দুই বছর অতিক্রম হতে চললেও বিশ্বজুড়ে তা মোকাবিলায় বৈষম্য রয়েছে। আফ্রিকায় এখনো প্রতি চার জনের মধ্যে তিন জন স্বাস্থ্যকর্মী করোনার টিকা পাননি। অথচ ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাসিন্দারা বুস্টার ডোজ পাচ্ছেন। এই ব্যবধানের কারণে নতুন ভ্যারিয়েন্টের আত্মপ্রকাশের সুযোগ তৈরি করছে।

এই পরিস্থিতি ধারাবাহিক ক্ষতি, দুর্দশা ও বিধিনিষেধের চক্রে আটকে গেছে বলে মনে করেন গেব্রিয়াসিস।

আধানম আরও বলেন, আমরা যদি বৈষম্যের অবসান ঘটাতে পারি, তাহলে আমরা মহামারির অবসান ঘটাতে পারব। এবং আমরা সবাই যে বৈশ্বিক দুঃস্বপ্নের ইতি ঘটাতে পারব।

আরও পড়ুন: বিশ্বজুড়ে দুই বছরের মধ্যে রেকর্ড করোনা শনাক্ত

ডব্লিউএইচও প্রধান জানান, নতুন বছরের মাঝামাঝিতে বিশ্বের ৭০ শতাংশ মানুষকে টিকা দেয়ার লক্ষ্যে তিনি বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করবেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply