‘দেশের পর্যটন খাত আন্তর্জাতিক মানে উন্নীত হচ্ছে’

|

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

বঙ্গবন্ধুর হাতে যাত্রা শুরু করা পর্যটন শিল্প প্রধানমন্ত্রীর বহুমাত্রিক নেতৃত্বে বিকশিত হয়ে আন্তর্জাতিক মানে উন্নীত হচ্ছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

শনিবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে বাংলাদেশ পর্যটন করপোরেশনের ৫০ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পর্যটনবান্ধব নীতিমালা ও কার্যক্রমের ফলে দেশের পর্যটনশিল্প এখন বিকাশের নতুন অধ্যায়ে। সরকারি উদ্যোগের পাশাপাশি বিপুলভাবে বিকশিত হচ্ছে এ খাতের বেসরকারি উদ্যোগ। যা পর্যটন শিল্পের জন্য ইতিবাচক। সকালে পর্যটন ভবনের সামনে থেকে র‍্যালির মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। র‍্যালিতে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়।

এমএন/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply