ওমিক্রন দ্রুত ছড়ালেও ডেলটার তুলনায় ভয়াবহতা কম: যুক্তরাজ্য

|

ছবি: সংগৃহীত।

ওমিক্রনকে বলা হচ্ছে করোনার সবচেয়ে সংক্রামক ভ্যারিয়েন্ট। এর প্রভাবে বিশ্বে করোনার সংক্রমণের হার আবারও ঊর্ধ্বগতি। তবে সম্প্রতি যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক সংস্থার (এইচএসএ) এক গবেষণায় দেখা গেছে, সংক্রমণ দ্রুত ছড়ালেও ডেলটার তুলনায় ওমিক্রনের ভয়াবহতার হার অনেক কম। খবর সিএনবিসির।

গত ২২ নভেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত রোগী ৫ লাখ ২৮ হাজার রোগী এবং ডেলটায় আক্রান্ত ৫ লাখ ৭৩ হাজার রোগীকে নিয়ে ইংল্যান্ডে চলে এই গবেষণা। সেখানে দেখা গেছে, ডেলটার তুলনায় মাত্র এক তৃতীয়াংশ ওমিক্রনে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি হতে হচ্ছে।

আরও পড়ুন: সংক্রমণ কমেছে, দু’বছর পর রাত্রিকালীন কারফিউ বাতিল দক্ষিণ আফ্রিকায়

ওমিক্রনের বিরুদ্ধে ভ্যাকসিন খুব ভালো কাজ করেছে বলেও বেরিয়ে এসেছে এই গবেষণায়। দেখা গেছে, ভ্যাকসিন গ্রহণকারীদের আনভ্যাকসিনেটেড ব্যক্তিদের তুলনায় হাসপাতালে ভর্তির আশঙ্কা ৬৫ শতাংশ কম। তবে যারা বুস্টার ডোজ নিয়েছেন, তাদের ক্ষেত্রে এই হার আনভ্যাকসিনেটেডদের তুলনায় ৮১ শতাংশ কম বলে জানিয়েছে ব্রিটিশ স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা।

এদিকে, ওমিক্রন বা করোনার চলমান ঊর্ধ্বগতির সংক্রমণের বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসার সময় হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক সংস্থার চিকিৎসা উপদেষ্টা সুসান হপকিন্স। করোনা নিয়ে সামনের সপ্তাহগুলোতে সব রকমভাবে প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply