ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে ১৫০০ কোটি টাকা পাঠালো ব্যাংক!

|

প্রতীকী ছবি।

হঠাৎ দেখলেন আপনার অ্যাকাউন্টে কোটি টাকা জমা পড়েছে! অবিশ্বাস্য হলেও মাঝে মাঝে প্রযুক্তিগত ত্রুটি বা ব্যাংকের ভুলে গ্রাহকদের অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা জমা হওয়ার ঘটনা ঘটেছে।

গত ২৫ ডিসেম্বর লন্ডনে তেমনই একটি ঘটনা ঘটেছে একটি বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে। বড়দিনের উপহার উপলক্ষে ২ হাজার গ্রাহকের অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠিয়েছিল। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে ওই গ্রাহকদের অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা চলে যায়। টাকার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১৫০০ কোটি টাকা। এই বিপুল পরিমাণ টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে চলে যাওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা স্যানট্যান্ডার নামে ওই ব্যাংকের।

এদিকে, বাড়তি টাকা গ্রাহকরা ফেরত দিতে চাইছে না বলে দাবি করেছেন ব্যাংক কর্তৃপক্ষ। ওই টাকা গ্রাহকদের থেকে পুনরুদ্ধার করতে ব্যাংক কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ব্রিটেনের আইন আছে, যদি কোনও গ্রাহকের অ্যাকাউন্টে ভুলবশত টাকা ঢোকে তাহলে ওই টাকা ব্যাংক ফেরত নিতে পারে। গ্রাহক যদি সেই টাকা দিতে অস্বীকার করেন তা হলে তার ১০ বছর কারাদণ্ড হতে পারে।

সূত্র: বিবিসি

আরও পড়ুন- শতাধিক বাড়িতে আগুনের নেপথ্যে বিড়াল!

এনবি/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply