‘দুর্নীতিবাজরা খুবই ক্ষমতাবান এবং অনেক অর্থ-বিত্তের মালিক’

|

ছবি: সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি:

দুর্নীতিবাজরা খুবই ক্ষমতাবান, শক্তিশালী ও অনেক অর্থ-বিত্তের মালিক বলে মন্তব্য করেছেন দুদক কমিশনার মো. জহুরুল হক।

রোববার (২ জানুয়ারি) কক্সবাজারে দুর্নীতি দমন কমিশন কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, তবে তারা যেনো আর বেশি প্রশ্রয় না পায় তা নিয়ে কাজ করবে নতুন স্থাপিত দুর্নীতি দমন কমিশন কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্সে বিশ্বাসী। আমরাও আশা করবো দুর্নীতি ভবিষ্যতে শতভাগ নির্মূল না হলেও যেনো কমে আসে। বিশ্বের সব জায়গায় দুর্নীতি আছে তবে তা যেনো সহনীয় পর্যায়ে থাকে। মিথ্যা অভিযোগে কাউকে যেনো হেয় প্রতিপন্ন না করা হয় সে ব্যাপারে সতর্কতার সাথে কাজ করার আহবান জানান তিনি।

নবনিযুক্ত কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দুদক মহাপরিচালক (তদন্ত-২) মো. জাকির হোসেন, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. মাহমুদ হোসেন ও কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply