কাশেম সোলাইমানি। ছবি: সংগৃহীত।
যেকোনো মূল্যে নেয়া হবে জেনারেল কাশেম সোলাইমানি হত্যার প্রতিশোধ। তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে যুক্তরাষ্ট্রের প্রতি এ হুঁশিয়ারি দিলো ইরান।
শনিবার (১ জানুয়ারি) রাজধানী তেহরানে ছিলো সোলাইমানির স্মরণে রেভ্যুলশানারি গার্ড আইআরজিসির আয়োজন। সেখানে কমান্ডার আমির আলি এ হুঁশিয়ারি দেন।
২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয় কুদস্ ফোর্সের প্রধানকে বহনকারী গাড়িবহরে। তার সাথে ছিলেন ইরাকি সেনা কমান্ডার আবু মাহাদি আল মুহান্দিস।
সেসময় পেন্টাগন জানায়, ইরানের ভবিষ্যৎ হামলা ঠেকাতেই এ অভিযান। অঞ্চলটিতে কর্মরত মার্কিন বাহিনীর ওপর বিভিন্ন সময়ে চালানো হামলার জন্য সোলাইমানিকে দায়ী করে যুক্তরাষ্ট্র। এছাড়া ২০১৯ সালে সন্ত্রাসী তালিকাভুক্ত করা হয় আইআরজিসিকেও।
আরও পড়ুন: কাশেম সোলেইমানির দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ইরাকে ব্যাপক বিক্ষোভ
আইআরজিসির এয়ারফোর্স কমান্ডার আমির আলি জাদেহ বলেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্যেই হলো ইরানের ভাবমূর্তি নষ্ট করা। শুধু প্রতিরক্ষার দিক থেকে নয়, আঞ্চলিক ও রাজনৈতিকভাবে আমাদের নীচু প্রমাণ করাই দেশটির হীন উদ্দেশ্য। জেনারেল কাশেম সোলাইমানির হত্যার পেছনেও মার্কিন প্রশাসন দায়ী। যেকোনো মূল্যে আমরা এ ন্যাক্কারজনক ঘটনার প্রতিশোধ নিবো।
জেডআই/
Leave a reply