পাবনা প্রতিনিধি:
পাবনার জালালপুরে চিড়া ও মুড়ির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
রোববার (২ জানুয়ারি) বিকাল সোয়া চারটার দিকে পাবনা সদরের জালালপুর বাজারের ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কারখানার মালিক।
জালালপুর বাজারের মেসার্স রিয়াদ নামে ওই কারখানায় প্রায় দেড়ঘণ্টার আগুনে চোখের সামনেই ভস্মীভূত হয় বিপুল পরিমাণ উৎপাদিত পণ্য ও মূল্যবান যন্ত্রাংশ। প্রথমে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের লোকবল দীর্ঘ সময় চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
প্রতিষ্ঠানের মালিক সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় তার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি এ দুর্ঘটনার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যা কাটিয়ে ওঠা তার পক্ষে অনেকটাই অসম্ভব।
আরও পড়ুন- প্রাইভেটকারে গরু তুলে পালাচ্ছিল চোর, মাঝপথেই চাকা ফেটে চৌচির
এনবি/
Leave a reply