রোহিঙ্গা ক্যাম্পে করোনা হাসপাতালে আগুন

|

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২ জানুয়ারি) রাত সাতটার দিকে উখিয়ার বালুখালী ২০ ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও ফায়ার সার্ভিসের দলসহ ক্যাম্পের লোকজন এগিয়ে এসে আগুন নেভায়।

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। আর তিন-চার লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে। এপিবিএন-১৪ এর অধিনায়ক নাইমুল জানান, কীভাবে অগ্নিকাণ্ড ঘটেছে সেটি এই নিশ্চিত হওয়া যায়নি।

উখিয়া বালুখালী ক্যাম্পের নেতা সুলতান আহমদ জানান, রোববার হঠাৎ করে ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে চিৎকার শুনে লোকজন এগিয়ে এসে পুলিশের সহাতায় ফায়ার সার্ভিস আগুন নেভায়।

এমএন/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply