দুর্দান্ত লড়াইয়ে লিভারপুলকে জয় বঞ্চিত করলো চেলসি

|

থ্রিলার শেষে শুভেচ্ছা বিনিময় করছেন রুডিগার-ভ্যান ডাইকরা। ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে হারিয়ে ম্যানচেস্টার সিটি একদিকে যেমন তাদের শীর্ষস্থান করেছে সুসংহত, তেমনি অন্যদিকে হাই ভোল্টেজ ম্যাচে এগিয়ে থেকেও চেলসির বিরুদ্ধে জয় পেলো না লিভারপুল। রোমাঞ্চ আর উত্তেজনার এই থ্রিলারে স্ট্যামফোর্ড ব্রিজে ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

ম্যান সিটির সাথে ব্যবধান কমানোর প্রত্যয়ে শুরুটা দারুণ করেছিল ডাগআউটে ইয়ুর্গেন ক্লপকে ছাড়াই খেলতে নামা অল রেডরা। প্রতিপক্ষের ভুলে ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। লিড এনে দেন গোল খরায় ভুগতে থাকা সেনেগাল ফরোয়ার্ড সাদিও মানে। টমাস টুখেলের দলকে হতাশায় ডুবিয়ে ম্যাচের ২৬ মিনিটে চমৎকার এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন ‘ইজিপশিয়ান কিং’ মোহামেদ সালাহ। স্ট্যামফোর্ড ব্রিজে লিভারপুলের জার্সিতে এটাই সালাহর প্রথম গোল।

আরও পড়ুন: হার দিয়ে বছর শুরু রিয়ালের

এরপর ঘুরে দাঁড়ায় চেলসি। ৪২ মিনিটে ডি বক্সের বাইরে থেকে নেয়া মাতেও কোভাচিচের দুর্দান্ত শটে জেগে ওঠে স্ট্যামফোর্ড ব্রিজ, ব্যবধান কমায় ব্লুজরা।

দুর্দান্ত গোলে চেলসিকে ম্যাচে ফিতেছেন কোভাচিচ। ছবি: সংগৃহীত

বিরতির আগে ইনজুরি টাইমে এনগোলো কান্তের অ্যাসিস্টে সমতা ফেরান ক্রিশ্চিয়ান পুলিসিক। এরপর দ্বিতীয়ার্ধে চেলসি গোলরক্ষক এদুয়ার্দ মেন্দি ও লিভারপুল কিপার ক্যালাহার দুর্দান্ত দুটি সেভ করলে জয় ছাড়াই মাঠ ছাড়তে হয় দুই দলকে। ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে আছে লিভারপুল। আর এক ম্যাচ বেশি খেলে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে চেলসি।

আরও পড়ুন: সেঞ্চুরির আক্ষেপ থাকলেও তৃতীয় দিন বাংলাদেশের


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply