তারকাদের জীবন নিয়ে আগ্রহের কোনো কমতি নেই ভক্তদের। তবে তারকার প্রেম, বাগদান বা বিয়ে ভক্তদের আগ্রহ যেনো দ্বিগুন! নিজের জন্মদিনে দীর্ঘদিনের প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে বাগদান সেরে ভক্তদের আগ্রহ বাড়িয়ে দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে মঙ্গলবার (৪ জানুয়ারি) বিয়ের পিঁড়িতে বসছেন তিনি।
বিয়ে করছেন কবে? মিমকে এ প্রশ্ন করা হলেও স্পষ্ট করেনি এ অভিনেত্রী। কিন্তু ঘনিষ্ঠ সূত্র বলছে, মঙ্গলবার দুপুরে ধুমধাম আয়োজনে সনাতন ধর্মরীতি মেনেই সিঁথিতে সিঁদুর পরছেন এই জনপ্রিয় নায়িকা।
জানা গেছে, ইতোমধ্যে মিম তার বিয়ের আমন্ত্রণপত্র পাঠিয়েছেন শোবিজের একাধিক পরিচালক, শিল্পী ও তার ঘনিষ্ঠজনদের। চুপিসারে বাগদান সেরে সবাইকে যেমন চমকে দিয়েছিলেন, তেমনি হুট করে বিয়ের আয়োজন সেরে চমকে দিতে চান বিদ্যা সিনহা মিম।
এমএন/
Leave a reply