বিশ্বে গেলো ২৪ ঘণ্টায় আরও প্রায় ১২ লাখ মানুষের শরীরে মিলেছে করোনা ভাইরাস। মারা গেছে ৪ হাজারের বেশি মানুষ।
দিনে সর্বোচ্চ যুক্তরাষ্ট্রে প্রায় ৩ লাখ মানুষের শরীরে শনাক্ত হয়েছে কোভিড নাইনটিন। প্রাণহানি হয়েছে সাড়ে ৫শ মানুষের। সোমবার দ্বিতীয় সর্বোচ্চ যুক্তরাজ্যে দেড় লাখের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে দেশটিতে মারা গেছে মাত্র ৪২ জন।
প্রাণহানির দিক থেকে শীর্ষে রয়েছে রাশিয়া। দেশটিতে দিনে ১৬ হাজার রোগী শনাক্তের বিপরীতে মারা গেছে প্রায় সাড়ে ৮শ জন। ভারতে একদিনে সংক্রমণ শনাক্ত হয়েছে ৩৫ হাজার।
দিনে দেড় থেকে দুই শতাধিক করে মৃত্যু হয়েছে, ফ্রান্স, হাঙ্গেরি, জার্মানি, তুরস্ক, ইতালি, ভিয়েতনাম, ইউক্রেনে। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৫৪ লাখ ৬৫ হাজার।
/এডব্লিউ
Leave a reply