‘ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে মাউন্ট মঙ্গানুইয়ে’

|

বাংলাদেশের পারফরমেন্স নিয়ে আলোচনা হচ্ছে চারিদিকে। ছবি: সংগৃহীত

মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের পারফরমেন্সের প্রশংসা করেছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। এক টুইট বার্তায় তিনি বলেন, ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে মাউন্ট মঙ্গানুইয়ে। প্রত্যয়ের সাথে ব্যাটিং এবং পেস শক্তিতে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। এটা তাদের জন্য এক দারুণ মুহূর্ত।

হার্শা ভোগলের টুইট।

হার্শা ভোগলে আরও বলেন, ব্যাটিংয়ের সাথে বোলিং ডিপার্টমেন্টের ধারাবাহিকতায় কাজটা অনেক সহজ হয়ে গেছে টাইগারদের। এটিকে বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন বলেও মনে করছেন এই ধারাভাষ্যকার। অন্যদিকে সাবেক ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর একটি মিম শেয়ার করে বুঝিয়েছেন, ভারতীয় দর্শকেরা কতটা অবাক হয়ে এই টেস্ট ম্যাচটি দেখছে।

আরও পড়ুন: কিউইদের বিপক্ষে টেস্ট জিতিয়েই মাঠ ছাড়তে চান এবাদত

এদিকে এই ম্যাচ জিততে পারলে ইতিহাস গড়া হবে টাইগারদের। যেকোনো ফরম্যাটে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো তাদের হারানোর রেকর্ড তৈরি করতে পারবে মুমিনুলরা।

আরও পড়ুন: রফিক-সাকিবের পর এলিট ক্লাবে মিরাজ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply