রাত পেরোলেই পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ভোট

|

রাত পেরোলেই পঞ্চম ধাপের ৪৮ জেলার ৭ শতাধিক ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটের লড়াই হবে বুধবার (৫ জানুয়ারি)। এরইমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।

জেলা ও উপজেলা নির্বাচনী অফিস থেকে পাঠানো হচ্ছে ব্যালট বাক্স, পেপার, অমোচনীয় কালিসহ সব ধরনের উপকরণ। কয়েকটি কেন্দ্রে ভোটের দিন সকালে পৌঁছে দেয়া হবে নির্বাচনী সরঞ্জাম। ৩৯ টি ইউপিতে ভোট নেয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি আছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

প্রতিটি কেন্দ্রে মোতায়েন থাকবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে সহিংসতার শঙ্কায় নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। গত সোমবার মধ্যরাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। এর আগে চার ধাপের ইউপি নির্বাচন শেষ করেছে নির্বাচন কমিশন।

এমএন/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply