ভয়াবহ তথ্য প্রকাশ, যুক্তরাষ্ট্রে চার দিনে ৩৯৮ জনের মৃত্যু

|

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে চলতি বছরের প্রথম চার দিনেই ৩৯৮ জনের মৃত্যু হয়েছে বিচ্ছিন্ন গোলাগুলিতে। আহত হয়েছে ২৭৭ জন। অনলাইন ভিত্তিক সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভ তুলে ধরেছে এ ভয়াবহ তথ্য।

গান ভায়োলেন্স আর্কাইভ জানায়, ২০২২ এর শুরুতেই বড় ধরনের হামলা হয়েছে নয়টি। প্রতিটি ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৪ জনের। গত বছর দেশটিতে রেকর্ড ৬৯১ জনের মৃত্যু হয় অস্ত্রধারীর গুলিতে।

যুক্তরাষ্ট্রে দিনকেদিন সামাজিক সমস্যায় পরিণত হয়েছে গান ভায়োলেন্সের ঘটনা। এ সমস্যা সমাধানের নেই কোনো লক্ষণ। ফেডারেল ব্যুরো ইনভেস্টিগেশনের তথ্য অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বিক্রি হয়েছে ১ কোটি ৭০ লাখ অস্ত্র, যা ২০০০ সালের পর সর্বোচ্চ। সরকারি তথ্য বলছে, প্রাপ্তবয়স্ক মার্কিনীদের এক-তৃতীয়াংশ অর্থাৎ ৮ কোটি ১৪ লাখ মানুষের আছে লাইসেন্স’সহ অস্ত্র।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে অস্ত্রধারীদের হামলায় নিহতদের তথ্য সংরক্ষণ করে অনলাইন ভিত্তিক সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভ।

আরও পড়ুন: উইঘুর মুসলিমদের উপর নিপীড়নের ঘটনায় মামলা


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply