ব্রাহ্মণবাড়িয়ায় সমর্থকরা সংঘর্ষে জড়ানোয় দুই মেম্বার প্রার্থী আটক

|

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নে সমর্থকরা সংঘর্ষে জড়ানোয় দুই মেম্বার প্রার্থীকে আটক করেছে পুলিশ। ভোটগ্রহণের দিন দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাদের আটক করা হয়।

বুধবার (৫ জানুয়ারি) সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দতাইসার এলাকায় ভোটগ্রহণ চলাকালীন অবস্থায় বেলা ১২টার দিকে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত দশজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এই ঘটনার জেরে সমর্থকরা সংঘর্ষে জড়ানোর অভিযোগে মেম্বার প্রার্থী বাবুল ভূঁইয়া ও শাহীন মিয়াকে আটক করেছে পুলিশ। আটক দুই মেম্বার একে অপরকে দোষারোপ করেছে।

দায়িত্বরত ম্যাজিস্ট্রেট মো.মোশারফ হোসেন জানান, ওই দুই মেম্বার প্রার্থী সমর্থকদের মাধ্যমে কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তাই তাদেরকে আটক করে রাখা হয়।
আরও পড়ুন-চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীর ভোট বর্জন

এনবি/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply