‘দেখা মাত্র গুলি করো’

|

কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসেম জোমার্ট তোকায়েভ।

কাজাখস্তানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের দেখা মাত্র গুলি চালানোর নির্দেশ দিয়েছে সরকার। কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসেম জোমার্ট তোকায়েভ সরকারি ওই আদেশে আরও বলেন, এখন বিক্ষোভ নিয়ন্ত্রণ করছে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা। খবর বিবিসির।

শুক্রবার (৭ জানুয়ারি) এক সরকারি আদেশে বলা হয়, গুলি চালানোর আগে সতর্ক করার কোনো প্রয়োজন নেই সেনা সদস্যদের।

বিবিসি জানিয়েছে, এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত রোববার (২ জানুয়ারি) থেকে বিক্ষোভ শুরু হয় আলমাতিসহ কাজাখস্তানের ছোট-বড় বিভিন্ন শহরে। তবে গত পাঁচ দিনে তা রূপ নিয়েছে সহিংস রাজনৈতিক সংঘাতে। গত ৫ দিনের বিক্ষোভে দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৪৪ জন। যাদের ২৬ জন বিক্ষোভকারী এবং বাকি ১৮ জন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা।

উল্লেখ্য, গত শনিবার নতুন বছরের প্রথম দিনই কাজাখস্তানে দ্বিগুণের বেশি বাড়ানো হয় জ্বালানির দাম। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন সাধারণ মানুষ। দ্রুত সেই বিক্ষোভ দেশের অন্যান্য অংশে ছড়িয়ে পড়লে ক্রমে তা রূপ নেয় গণবিদ্রোহে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply