বাঘিনীদের স্কোয়াড ঘোষণা, দলে নেই জাহানারা

|

ছবি: সংগৃহীত

আগামী জুলাইয়ে যুক্তরাজ্যের বার্মিংহ্যামে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২২ সালের কমনওয়েলথ গেমস বাছাই উপলক্ষে বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বিসিবি। ১৬ সদস্যের স্কোয়াডে নাম না থাকায় প্রথমবারের মত দল থেকে বাদ পড়েছেন ডানহাতি পেসার জাহানারা আলম। তবে মূল একাদশে না থাকলেও স্ট্যান্ডবাই হিসেবে দলের সাথে মালয়েশিয়া সফরে যাবেন জাহানারা। 

শুক্রবার (৭ ডিসেম্বর) ঘোষিত দলে জাহানারার জায়গায় ১৬ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন সুরাইয়া আজমিন (ছন্দা)। মালয়েশিয়া সফরে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন নিগার সুলতানা জ্যোতি। ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি ফরমেটেও বাংলাদেশ নারী দলের অধিনায়কত্ব করবেন জ্যোতি।

মালয়েশিয়া সিরিজে বাংলাদেশের স্কোয়াডে আছেন যারা: 
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, নাহিদা আকতার, মুর্শিদা খাতুন, ফারজানা হক পিংকি, শারমিন আকতার সুপ্তা, লতা মণ্ডল, রিতু মনি, শোভানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আকতার মেঘলা, সুরাইয়া আজমিন।

স্কোয়াডে স্ট্যান্ড বাই হিসেবে থাকবেন, জাহানারা আলম, খাদিজা-তুল-কুবরা ও নুজহাত তাসনিয়া।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply