সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের অস্ত্র জমা নিয়েছে পুলিশ

|

ডা. মুরাদ হাসান।

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের লাইসেন্স করা দুটি অস্ত্র জমা নিয়েছে রাজধানীর ধানমন্ডি থানা পুলিশ। মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা এহসানের সাধারণ ডায়েরির (জিডি) প্রেক্ষিতে তা জমা নেয়া হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে নিরাপত্তাজনিত কারণে জাহানারা এহসানের লাইসেন্স করা একটি অস্ত্রও জমা নেয়া হয়েছে।

প্রসঙ্গত, মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগে গত বৃহস্পতিবার (৬ জানুয়ারি) মুরাদ হাসানের বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী।

এর আগে ওইদিন বিকেলে জাহানারা এহসান জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান, তাকে মারধর করা হচ্ছে এবং প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এজন্য তিনি পুলিশের সহযোগিতা চান।

এরপর ৯৯৯ থেকে বিষয়টি রাজধানীর ধানমন্ডি থানা পুলিশকে জানানো হয়। তারপরই পুলিশের একটি দল মুরাদ হাসানের বাসায় যায়। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই বাসা থেকে বের হয়ে পড়েন সাবেক এই প্রতিমন্ত্রী।

মুরাদের বিরুদ্ধে স্ত্রীর করা জিডিতে যা লেখা হয়েছে

প্রসঙ্গত, গত ১ ডিসেম্বর ফেসবুক লাইভে তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান অসৌজন্যমূলক বক্তব্য দেন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে। যা সমালোচনার ঝড় তোলে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রতিবাদ জানায় সাধারণ জনগণ থেকে বিভিন্ন সংগঠন। এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরাও। পরবর্তীতে চিত্রনায়িকা মাহিয়া মাহির সাথে তার কথোপকথনের অডিও ভাইরাল হলে তৈরি হয় নতুন বিতর্ক। এর আগে স্বাস্থ্য প্রতিমন্ত্রী থাকাকালেও নানান সময়ে বেফাঁস মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছিলেন মুরাদ হাসান।

এরই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মুরাদ হাসান। এরপর তাকে আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয়। বির্তকের মুখে দেশ ত্যাগ করলেও কানাডায় ঢুকতে না পেরে দেশে ফিরে আসেন তিনি। তারপর থেকেই আড়ালে রয়েছেন মুরাদ হাসান।

মুরাদ হাসানের বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ স্ত্রীর

এমএন/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply