কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, সহস্রাধিক বসতবাড়ি ভস্মীভূত

|

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন।

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া উপজেলার ১৬ নম্বর শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের সহস্রাধিক বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। এছাড়া ক্যাম্পের লার্নিং সেন্টার, মেডিকেল সেন্টারসহ বেশ কিছু স্থাপনা পুড়ে গেছে।

রোববার (৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা। ৮ নম্বর এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার খান জানিয়েছেন, উখিয়া টেকনাফ ও কক্সবাজার থেকে ফায়ার সার্ভিসের ৮টি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুনের ভয়াবহ কমে আসে।

১৬ নম্বর ক্যাম্পের বি ব্লক থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি জানান, আগুনে এই ক্যাম্পের বি ব্লক ও সি ব্লক পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। এখন উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply