প্রেসিডেন্টের গুলির নির্দেশের পরই কাজাখস্তানে সহিংসতায় ১৫০ জন নিহত

|

ছবি: সংগৃহীত।

কাজাখস্তানে আন্দোলনকারীদের দেখা মাত্রই প্রেসিডেন্ট কাসিম তোখায়েভের গুলির নির্দেশের পর সহিংসতায় নিহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। আটক করা হয়েছে কমপক্ষে ৬ হাজার জনকে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

দেশটিতে বাড়িতে বাড়িতে চলছে চিরুনী অভিযান। নজরদারি ও জেরা থেকে বাদ পড়ছে না সরকারি কর্মকর্তা ও শীর্ষ সামরিক কর্মকর্তারাও। চলমান এই বিক্ষোভ দমনে মরিয়া প্রেসিডেন্ট কাসিম তোখায়েভ সরকার। সরকারি বাহিনীর সাথে অভিযানে যুক্ত হয়েছে রুশ বাহিনীও। প্রাণের তাগিদে আতঙ্কিত কাজাখবাসী ছুটছেন নিরাপদ আশ্রয়ে।

স্থানীয় এক কাজাখ বলেন, পুরো শহর রীতিমতো নরকে পরিণত হয়েছে। গুলির শব্দ, আগুন, মানুষের হাহাকার সব মিলিয়ে আমাদের পাগল হওয়ার অবস্থা। জীবন বাঁচাতে কোনোরকমে এখানে ছুটে এসেছি।

আরেক নাগরিক বলেন, গোলাগুলি শুরু হতেই পালিয়ে এসেছি। এখনও আলমাতি শহরে আমার মেয়ে আটকা পড়ে আছে। জানি না সে বেঁচে আছে কি না।

সার্বিক পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপ করেছেন কাজাখ প্রেসিডেন্ট কাসিম তোখায়েভ। জানান, পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে।

এর আগে শুক্রবার এক সরকারি আদেশে বলা হয়, গুলি চালানোর আগে সতর্ক করার কোনো প্রয়োজন নেই সেনা সদস্যদের।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply