‘বঙ্গবন্ধুর ভাষণে ছিল স্বাধীন রাষ্ট্র গড়ে তোলার দিকনির্দেশনা’

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর ভাষণে ছিল স্বাধীন রাষ্ট্র গড়ে তোলার দিকনির্দেশনা। ১৫ আগস্টের আঘাত ছিল স্বাধীন দেশের আদর্শকে হত্যা করার ষড়যন্ত্র।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সোমবার (১০ জানুয়ারি) বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজিত ‘মুক্ত স্বদেশে জাতির পিতা’ নামক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতির পিতার দেখানো পথে মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাবেন বলেও বক্তব্যে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

দীর্ঘ ৯ মাস ১৪ দিন পাকিস্তানের কারাগারে বন্দিজীবন শেষে ১৯৭২ সালের এই দিনে জাতির পিতা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। ওই দিন দিল্লি থেকে দুপুর ১টা ৪১ মিনিটে ঢাকার মাটিতে পা রাখেন বঙ্গবন্ধু। আনন্দে আত্মহারা লাখ লাখ বাঙালি ঢাকা বিমানবন্দর থেকে রেসকোর্স ময়দান (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) পর্যন্ত তাকে স্বতঃস্ফূর্ত সংবর্ধনা জানান। বিকাল পাঁচটায় রেসকোর্স ময়দানে প্রায় ১০ লাখ লোকের উপস্থিতিতে তিনি ভাষণ দেন। বলেন, সবাই মিলে গড়ে তুলতে হবে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে। তখন থেকে প্রতিবছর ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply