এবার জিডিপির প্রবৃদ্ধি হবে রেকর্ড ৭.৬৫%

|

চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি হবে ৭.৬৫ শতাংশ। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। ১০ মাসের পরিসংখ্যান বিশ্লেষণ করে এটি নিশ্চিত হয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো – বিবিএস। একই সাথে ব্যুরো জানিয়েছে, এখন দেশের মানুষের মাথাপিছু আয় ১৭৫২ ডলার।

সকালে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় প্রধানমন্ত্রীকে এ বিষয়ে অবহিত করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ অর্জনের জন্য দেশবাসীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। সকালে, একনেক সভায় আলোচনা শুরু হয় ১০টি প্রকল্প নিয়ে।

পরিকল্পনা কমিশন জানায়, ফোর লেন হচ্ছে এলেঙ্গা-জামালপুর সড়ক। তারপরই এটি এশিয়ান হাইওয়ে ও সাসেক নেটওয়ার্কে যুক্ত হবার উপযোগী হবে। এ সংক্রান্ত ৪৮৯ কোটি টাকার প্রকল্প আজ উপস্থাপন করা হয়েছে।

প্রথম দফায় ১৪৭ কিলোমিটার সড়কের অর্ধেক চার লেনের আওতায় আসছে। এটি তৈরি হলে বঙ্গবন্ধু সেতু দিয়ে কৃষি ও শিল্পপণ্য পরিবহন ও বাজারজাত সহজ হবে। এর বাইরে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা চলছে একনেক সভায়। সভায় উন্নয়শীল দেশের কাতারে নাম লেখানোয় সকলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply