তালেবানকে সহসা স্বীকৃতি দিচ্ছে না তেহরান

|

ছবি: সংগৃহীত

প্রতিবেশী আফগানিস্তানের তালেবান সরকারকে সহসাই আনুষ্ঠানিক স্বীকৃতি তেহরান দিচ্ছেনা বলে জানিয়েছে দেশটির প্রশাসন। তেহরানে তালেবানের জ্যেষ্ঠ নেতাদের সাথে আয়োজিত দ্বিপাক্ষিক এক বৈঠকের পর এ তথ্য জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১০ জানুয়ারি)) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদা জানিয়েছেন, তালেবানের প্রতিনিধিদের সাথে উচ্চ-পর্যায়ের আলোচনা ইতিবাচক হলেও এখনই তালেবানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার পর্যায়ে নেই তেহরান।

এর আগে, গত আগস্টে কাবুল পতনের পরই তালেবান ইস্যুতে আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান জানিয়ে দেয় ইরান। শুরু থেকেই ইরান বলে আসছে যে, অন্তর্ভুক্তিমূলক না হলে তালেবান সরকারকে স্বীকৃতি দেবে না তারা। ঘনিষ্ঠ প্রতিবেশী হওয়ায় সে সময় থেকেই তেহরানের যোগাযোগ রক্ষা করে আসছে তালেবান।

উল্লেখ্য, স্বীকৃতি ইস্যুতে গতকাল রোববার তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি প্রতিনিধি দলসহ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে বসেছিল, তারপরই এমন সিদ্ধান্তের কথা জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply