ইউক্রেনে হামলা করার কোনো পরিকল্পনা নেই: রাশিয়া

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনে হামলা করার কোনো পরিকল্পনা নেই রাশিয়ার। সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে বৈঠকে এ মন্তব্য করেন মস্কোর উপপররাষ্ট্রমন্ত্রী।

এদিন মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে ইউক্রেন ইস্যুতে দীর্ঘ ৭ ঘণ্টার বৈঠক হয়। দুই দেশের প্রতিনিধিদের বক্তব্যে আসেনি তেমন কোন সমাধান। তবে এই আলোচনাকে কার্যকর বলছেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ।

ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েন নিয়ে বেশ কিছু দিন ধরেই উত্তেজনা চলছে। পুতিন প্রশাসন ইউক্রেনে আক্রমণ করতে পারে এমন শঙ্কা করে আসছিল যুক্তরাষ্ট্র। তবে তা নাকচ করলো মস্কো প্রশাসন। বৈঠকে নিরাপত্তা ইস্যু নিয়েও আলোচনা হয়।

সের্গেই রিয়াকভ বলেন, আলোচনা জটিল ছিল, তবে কার্যকর হয়েছে। আগামীতে যেসব বিষয় নিয়ে কথা হবে সেই বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়েছি আমরা। তবে এখনও পরিষ্কার করে বলছি, ইউক্রেনে হামলা চালানোর কোনো পরিকল্পনা আমাদের নেই।

আরও পড়ুন: মহামারিতে বিশ্বজুড়ে কমেছে কনডম বিক্রি

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply