উগান্ডায় দুই বছর পর স্কুলে ফিরলো শিক্ষার্থীরা

|

ছবি: সংগৃহীত।

করোনার কারণে টানা প্রায় দুই বছর বন্ধ ছিল উগান্ডার সব শিক্ষাপ্রতিষ্ঠান। জাতিসংঘের হিসেবে, এটি বিশ্বের সবচেয়ে বেশিদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার দিক দিয়ে রেকর্ড। তবে অবশেষে চেনা শিক্ষাঙ্গনে ফিরে গেছে দেশটির শিক্ষার্থীরা। সোমবার (১০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলোতে পাঠদান শুরু হয়েছে। তবে এখনো বন্ধ আছে কিন্ডারগার্টেন ও প্রাক্‌-প্রাথমিক স্তরের বিদ্যালয়গুলো। খবর সিএনএনের

এনিয়ে উগান্ডার শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ডেনিস মুগিম্বা বলেন, স্কুল-কলেজগুলো বন্ধ থাকায় দেশের প্রায় দেড় কোটি শিক্ষার্থীর পড়াশোনায় ব্যাপক ক্ষতি হচ্ছিলো। দীর্ঘদিন পর বিদ্যালয়গুলো খুললেও অনেক শিক্ষার্থীর ঝরে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে ইউনিসেফ।

করোনাকালীন সময়ে ঝরে পড়া শিক্ষার্থীদের মধ্যে একজন হলেন ফ্রিদা নামুগানজা (১৮)। মহামারির সময় স্কুল বন্ধ হওয়ার পর উগান্ডার স্থানীয় একটি রেস্তোরাঁয় কাজ শুরু করেন তিনি। সেখানে মোটামুটি ভালো বেতন পেলেও ফের স্কুলে ফিরতে চান ফ্রিদা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply