পাকিস্তানে শুরু বাড়িতে গিয়ে নারীদের টিকাদান কর্মসূচি

|

ছবি: সংগৃহীত

বাড়ি বাড়ি গিয়ে নারীদের টিকাদান কর্মসূচি শুরু করেছে পাকিস্তান। মঙ্গলবার (১১ জানুয়ারি) দেশটির বৃহত্তম শহর করাচি থেকে শুরু হয় এ কার্যক্রম। নারী স্বাস্থ্যকর্মীদের নিয়োগ দেয়া হয়েছে এ টিকাদান কর্মসূচির জন্য। বাড়ি গিয়ে এই কর্মসূচির আওতায় বৃদ্ধ এবং অসুস্থ পুরুষরাও পাচ্ছেন টিকা, যাদের পক্ষে কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নেয়া সম্ভব নয়।

পাকিস্তানের ৭ কোটি জনগোষ্ঠীর ৩২ শতাংশ পেয়েছে দুই ডোজ করোনা টিকা। পুরুষদের তুলনায় টিকা গ্রহণে অনেকটাই পিছিয়ে আছে নারীরা। রক্ষণশীলতার কারণে টিকাকেন্দ্রে যেতে অনীহা দেখা গেছে তাদের মধ্যে।

আরও পড়ুন: এবার ওমিক্রনের জন্য টিকা আনছে ফাইজার

পাকিস্তানে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ। মঙ্গলবার প্রায় দেড় হাজার মানুষের শরীরে শনাক্ত হয় করোনাভাইরাস, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ। দেশটিতে নমুনা পরীক্ষায় পজেটিভ শনাক্তের হার আড়াই শতাংশ। মঙ্গলবার করাচিতে পজেটিভ চিহ্নিতের হার পৌঁছেছে ১৮ শতাংশে।

আরও পড়ুন: ভারতে একদিনে করোনা শনাক্ত প্রায় ২ লাখ!


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply