ঘুষের বিনিময়ে ভুয়া ভ্যাকসিন প্রদানের অভিযোগে ইতালিতে নার্স গ্রেফতার

|

সংগৃহীত হবি

ঘুষের বিনিময়ে ভুয়া ভ্যাকসিন প্রদানের অভিযোগে ইতালির আনকোনা শহর থেকে গ্রেফতার হলেন এক পুরুষ নার্স। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট’র খবর।

কমপক্ষে ৫০ জন ব্যক্তিকে ঐ সেবক টিকার নামে ইনজেকশন দিয়েছিলেন। অবশ্য তাতে কি ছিলো এখনো জানা যায়নি। সার্টিফিকেট দেয়ার বিনিময়ে গ্রহণ করেছেন অর্থ যা প্রায় ২০ হাজার ডলারের সমান। এ ঘটনার সাথে জড়িত আরও চার ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। যারা ভুয়া টিকা গ্রহণ করেছেন তাদের শহরত্যাগের ওপর জারি করা হয়েছে বিধিনিষেধ।

উল্লেখ্য, করোনা টিকাগ্রহণ এবং গ্রিন পাস বহন বাধ্যতামূলক করা হয়েছে ইতালিতে। সে কারণেই অবৈধপন্থার আশ্রয় নিচ্ছেন অনেকে। মঙ্গলবার (১১ জানুয়ারি) ইতালিতে দু’লাখ ২০ হাজারের ওপর করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩০০ মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply